Privacy Policy
Privacy Policy
Privacy Policyআমরা আমাদের ব্যবহারকারীদের এবং তাদের ডেটার প্রাইভেসি নিয়ে যথেষ্ট সচেতন। আমাদের পলিসি অনুযায়ী আমরা কোনো পরিস্থিতিতেই আপনাদের তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করবো না। আমরা সাধারণ কিছু তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করি যেনো ব্যবহারকারীকে প্রতিবার সকল তথ্য নতুন করে দিতে না হয়। উল্লেখ্য যে, ব্যবহারকারীরা তাদের তথ্য নিয়ন্ত্রন করতে পারে এবং চাইলে যেকোনো সময় তা মুছে ফেলতে পারে।
যেসকল তথ্য ব্যবহারকারীরা আমাদের সাথে ভাগাভাগি করে
আমাদের সেবা গ্রহণ করার জন্য ব্যবহারকারীকে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়, এই সময় ব্যবহারকারীরা তাদের নাম এবং ই-মেইল অ্যাড্রেস শেয়ার করে থাকে। নাম ব্যবহার হয় উপযুর্ক্ত ব্যবহারকারী লিংক খুঁজতে এবং ই-মেইল ব্যবহার করা হয় ব্যবহারকারীকে যাচাই করতে এবং ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে অ্যকাউন্ট ফিরিয়ে আনতে।
যেসকল তথ্য আমরা সবার ভাগাভাগি করি
আমরা বেশিরভাগ তথ্যই গোপনে রাখি যেটা ব্যবহারকারী বাদে কেউ দেখতে পায় না। তবে শুধু মাত্র নাম, সদস্য নাম, এবং প্রোফাইল ছবিই একমাত্র ব্যাতিক্রম যা সবাই দেখতে পায়।
আমরা যেসকল তথ্য সংগ্রহ করি
কুকিজ ব্যবহার করা হয় ব্যবহারকারীদের পছন্দ অপছন্দ মনে রাখতে। এটি খুব জরুরী কিছু নয়, তবে কুকিজ ছাড়া গোপনে কিছু কাজ করা সম্ভব হবে না:
আমরা আপনার অ্যাকাউন্ট মনে রাখার জন্য কুকিজ ব্যকবহার করি, যদি কুকিজ অন না থাকে তবে আপনাকে প্রতিবার ভিজিটের সময় লগিন করতে হবে যা বেশ সময় সাপেক্ষ এবং বিরক্তিকর।
কুকিজের মাধ্যমে আপনার পছন্দের ভাষা গোপন মনে রাখতে পারে। কুকি চয়েস কুকি চয়েস অন না থাকলে গোপন প্রতিবার ভিজিটের সময় আপনার কাছে কুকিজ সেভ করার অনুমতি চায়, কারণ কুকিজ বন্ধ থাকলে গোপন আপনার অপছন্দ মনে রাখতে পারে না।
লগ
- কখন আপনি গোপন-এ অ্যকাউন্ট তৈরী করেছেন
- আপনি কখন আপনার রেসপন্স পেয়েছেন
- কখন আপনার অ্যকাউন্ট ডিলিট করেছেন
- কখন লগিন করেছেন
- কখন আমাদের সাথে যোগাযোগ করেছেন
তৃতীয় পক্ষ
গোপন ট্রাফিক বিশ্লেষণের জন্য গুগল এবং ফেইসবুক অ্যানালিটিক্স ব্যবহার করে থাকে।